Friday, November 22, 2019

ফলের রাজা আম


ফলের রাজা আম

আমকে সব ফলের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় আম ভারতের জাতীয় ফল আমের বৈজ্ঞানিক নাম হল - Mangifera indica আমের অনেক সংস্কৃত নাম আছে তার মধ্যে কয়েক্ টি হল - আম্র , রসাল , চ্যুত , সহকার , অতি - সৌরভ , কামাঙ্গ , মধুদূত, মাকন্দ , পিকবল্লভ প্রভৃতি 









পাকা আমের উপকারিতাঃ-

পাকা আম আয়ু বৃদ্ধি করে
শুক্রাণু বৃদ্ধি করে , কামশক্তি বাড়িয়ে দেয়
শরীর স্নিগ্ধ করে
বল বৃদ্ধি করে
বাতের কষ্ট কমিয়ে দেয় অর্থাৎ বাতঘ্ন
হার্টের পক্ষে উপকারী অর্থাৎ হৃদ্য
গায়ের রঙ ফর্সা করে - বর্ণ প্রসাদক
শরীর শীতল অর্থাৎ ঠাণ্ডা করে
খিদে রুচি বাড়িয়ে দেয়
বায়ু নাশ করে
চোখের পক্ষে উপকারী
ঘরে পাকানো ডাঁশা আম খুব রুচিকর, শরীরের বল বৃদ্ধি করে , সহজে হজম হয় অর্থাৎ গুরুপাক নয় , শরীরের ওপর ঠাণ্ডা প্রভাব বিস্তার করে , বাত পিত্তনাশ করে







পাকা আমের আরো কিছু গুনাগুণঃ-

পাকা আমের সাথে মধু মিশিয়ে খেলে ক্ষয় দূর হয় , বাত এবং শ্লেষ্মা কমে যায়
ঘি এর সাথে মিশিয়ে খেলে বাত পিত্তনাশ হয়

পাকা আমের রস দুধের সাথে মিশিয়ে খেলে শরীরের হৃদপুষ্ট বলিষ্ঠ হয় শরীরে সপ্ত ধাতু সৃষ্ট হয়

অনেক দিন ধরে একটানা আম খেলে জ্বর , বদহজম পেটের অসুখ হয়


No comments:

Post a Comment

এলাচ

CARDAMOM এলাচ   এলাচ   বা   এলাচি   হল জিনজিবারেয় ( আদা জাতীয় উদ্ভিদ ) পরিবারের এলিটারিয়া এবং আমোমাম গণের বিভিন্...